About Us

About Us পেজটিতে গুগল বায়ো এর সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেয়া আছে। ব্যবহারকারী এই পেজটি পরে Google Bio Org সম্পর্কে জানতে পারবে।

হায়, হ্যাল, আসসালামু আলাইকুম। গুগল বায়ো একটি সুনামধন্য টেকনোলজি ওয়েব সাইট। যে ওয়েবসাইটের মাধ্যমে যে কেউ সহজে অনেক তথ্য, কথোপকথন করতে পারবে। শুধু তাই নয়, টেকনোলজি বিষয় থেকে শুরু করে সংবাদপত্রের হেডলাইন, বড় বড় সেলিব্রেটির বায়োডাটা, খেলাধুলার বড় বড় খবর, নতুন নতুন আবিষ্কারের খবর ইত্যাদি বিষয় আমাদের এই ওয়েব সাইট থেকে জানতে পারবেন।

এই ওয়েবসাইটটি মানুষকে অনেক কিছু জানানোর, শেখানোর জন্য তৈরি করা হয়েছে। এই ওয়েবসাইটি প্রতিষ্ঠিত করেন মোঃ রকিবুল ইসলাম

About Author

আমি মোঃ রকিবুল ইসলাম। পেশায় একজন উদ্যক্তা। আমি বর্তমানে বাংলাদেশের গাইবান্ধা জেলায় বসবাস করি। আমি অবসর সময় পেলেই অনলাইন ঘাটাঘাটি করে নতুন নতুন তথ্য সংগ্রহ করি। টেকনোলজি রিলেটেড তথ্য আমার এই ব্লগের পাশাপাশি বিভিন্ন ব্লগে শেয়ার করে থাকি। আমি গুগল বায়ে ওয়েবসাইটি তৈরি করেছি পাঠকের মধ্যে জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য।

ক্যারিয়ারঃ

আমি অনলাইন জগতে আসি ২০১৬ সাল এ। পারিবারিক ভাবে কোন সাপোর্ট না পাওয়ায় অনলাইন এ বেশি বিস্তার লাভ করতে পারি নাই। কিছুদিন ওয়েট করি এবং দুই বছর পর ২০১৮ সাল এ আমি আবার অনলাইন জগতে ফিরে আসি। ফিরে এসেই বিভিন্ন ব্লগে লেখালেখি শুরু করি এবং অনলাইনে টিকনোলজি বিষয়ে ঘাটাঘাটি করে ব্যাপক তথ্য সংগ্রহ করি। যা আমি এই ব্লগের মাধ্যমেই প্রকাশ করছি।